বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৪:৫০ পূর্বাহ্ন
আটককৃত পারভীন আক্তার নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী পুরান হরিদাশ রোডস্থ নেভী ভিলার বাসিন্দা মোঃ জহিরুল ইসলাম প্রকাশ জহিরুল সাঈদের স্ত্রী। বর্তমানে হালিশহর থানাধীন আর্টিলারী রোড, চুনা ফ্যাক্টরী মোড়, হল সেভেন কমিউনিটি সেন্টারের বিপরীতে বসবাস করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, কোতোয়ালী থানাধীন জুবিলী রোডস্থ তিন পুলের মাথা গোলাম রসুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় অর্থঋণ আদালত কর্তৃক ইস্যুকৃত ১টি গ্রেফতারি পরোয়ানা ও বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক ইস্যুকৃত পাঁচলাইশ থানা এলাকার ডাকাতি মামলার ১টি গ্রেফতার পরোয়ানা সহ ২টি গ্রেফতারি পরোয়ানা আছে।
তিনি আরও জানান, আসামীর বিরুদ্ধে খোঁজখবর নিয়ে জানা যায়, আসামী একজন প্রতারক। সে এনজিওর মালিক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে হালিশহর থানা এলাকার অসংখ্য মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছে। আত্মসাৎকৃত টাকা না দেওয়ার জন্য একের পর এক বাসা পরিবর্তন করে নিজেকে আত্মগোপন করতে থাকে। সে দীর্ঘদিন যাবৎ প্রতারণার মাধ্যমে অসংখ্য লোকজনের নিকট হইতে গার্মেন্টসের পার্টনারশীপ বানিয়ে টাকা ধার নেয়। টাকা ধার নিয়ে কিছুদিন যোগাযোগ করে পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেয়। আসামী ইতিপূর্বেও র্যাব-৭ কর্তৃক প্রতারনার মামলায় গ্রেফতার হয়।
বিএস/কেসিবি/সিটিজি/৭ঃ৪৭পিএম