মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি
- বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি, ২০২২ / ৯২
ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৫ ব্যক্তিতে ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া মাটি কাটায় ব্যবহিত ৪ টি ভেকু জব্দ করা হয়েছে।
বুধবার (০২ ফেব্রুয়ারি) বিকালে ধামরাই উপজেলার সুতিপাড়া, বেলিস্বর, জালশা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী।
তিনি জানান, ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে ইট ভাটায় ব্যবহারের উদ্দেশ্যে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ জনকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মাটি কাটায় ব্যবহৃত ৪ টি ভেকু জব্দ করা হয়েছে। আগামীতে কৃষি জমি রক্ষায় ধামরাই উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Related