বুধবার, ১৮ মে ২০২২, ০৭:০১ পূর্বাহ্ন
আজ বৃহস্পতিবার ( ৩ ফেব্রুয়ারি ) দুপুর ১২ টায় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান এই অভিযান পরিচালনা করেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান জানান, সরকারি নির্দেশ অমান্য করে বালু উত্তোলনকারীরা ধরলা নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন করে আসছিলেন। বারবার সতর্ক করার পরেও কর্ণপাত না করে ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বালু উত্তোলন কাজ অব্যাহত রাখেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনকারীর প্রত্যেককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।