বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৫:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়ার পালংখালী এলাকায় র্যাব-১৫ এর অভিযানে আড়াই কোটি টাকা মূল্যের ৫০,০০০ পিস ইয়াবাসহ রুহুল আমিন (২৩) ও খালেদা বেগম (৪০) নামে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গতকাল বুধবার ০২ ফেব্রুয়ারি আনুমানিক রাত ১১ঃ১৫ মিনিটের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক কৃত আসামিরা হলেন, রুহুল আমিন কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উলুবনিয়া এলাকার মীর কাশেমের ছেলে এবং খালেদা বেগম কক্সবাজার জেলার উখিয়া থানাধীন মোছারখোলা পালংখালী এলাকার তৈয়ব আলীর স্ত্রী।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী বাজারে কক্সবাজার-টেকনাফ রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করা হয়। পরে আসামীদের হেফাজত থেকে সর্বমোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। .
তিনি আরও জানান, আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৯ঃ৪০পিএম
বিএস/কেসিবি/সিটিজি/৯ঃ২০পিএম