মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৭:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল বৃহস্পতিবার ০৩ ফেব্রুয়ারি ২ঃ৪৫ মিনিটের সময় অভিযান চালিয়ে বিপুল পরিমান ঘি, সস এবং সরিষার তৈল জব্দ করাসহ ২ জনকে আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন, পটিয়া থানাধীন আজিমপুর গ্রামের মৃত সাহেব মিয়ার ছেলে মোঃ নাছির (৫৫)। বর্তমানে আজিজিয়া ফুডস্ প্রোডাক্টস লিঃ এর ফ্যাক্টরী ইনচার্জ এবং একই এলাকার মৃত আঃ ছালামের ছেলে মোঃ করিম উদ্দিন (৩৩)।বর্তমানে আজিজিয়া ফুডস্ প্রোডাক্টস লিঃ এর কর্মচারি।
র্যাব-৭, এর সিনিঃ সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে,পটিয়া থানাধীন বিসিক শিল্প নগরীর আরেফিন ট্যাক্সটাইল মিলস্ লিঃ এর দক্ষিনে আজিজিয়া ফুডস্ প্রোডাক্টস প্রতিষ্ঠানে ভেজাল ও নিম্নমানের বিষাক্ত ফ্লেভার, পাম ওয়েল ও ডালডার সংমিশ্রণে অস্বাস্থ্যকর পরিবেশে দুধ, টমেটো এবং সরিষার কোন উপাদান ছাড়াই ঘি, সস এবং সরিষার তৈল তৈরীর করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করা হয়। এসময় ওই প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমান ভেজাল ঘি, টমেটো সস এবং সরিষার তৈল জব্দ করা হয়।
তিনি জানান, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত প্রতিষ্ঠানে পাম্প অয়েল, ডালডা, ঘি ফ্লেভার, সস, সরিষার তৈল এর মাধ্যমে কোন প্রকার দুধ, টমেটো এবং সরিষার উপাদান ছাড়াই ভেজাল ঘি, টমেটো সস এবং সরিষার তৈল তৈরি করে থাকে।
তিনি আরও জানান, আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা বিএসটিআই এর অনুমোদন ছাড়াই অবৈধভাবে নিন্ম মানের উপাদান দিয়ে উল্লেখিত পন্য উৎপাদন করছে মর্মে জানায়। এছাড়াও তারা অস্বাস্থ্যকর পরিবেশে নিন্মমানের উপাদান দিয়ে ‘ঘি‘ ‘টমেটো সস’ তৈরী করে থাকে এবং বাহিরের নিন্মমানের খোলা সরিষার তেল ও খোলা চা-পাতি সংগ্রহ পূর্বক বোতলজাত ও প্যাকেটজাত করে তাদের কোম্পানীর নামে বাজারজাত করে থাকে। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিএস/কেসিবি/সিটিজি/৭ঃ৩০পিএম