বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৪:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় বেশী লাভে খুচরা ইয়াবা বিক্রয় করতে এসে কোতোয়ালী থানা পুলিশের হাতে ধরা পরল ৩ জন। এসময় তাদের কাছ থেকে ৪৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার ০৩ ফেব্রুয়ারি বিকাল ৪ঃ১৫ মিনিটের সময় এসআই(নিঃ) মোঃ আরাফাত হোসেন,এসআই মোমিনুল হাসান, এসআই জুবায়ের মৃধা, এএসআই মোঃ ইকবাল হোসেন, এএসআই অনুপ কুমার বিশ্বাস, এএসআই সুকান্ত দাশ, এএসআই তোষান কান্তি নাথের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন এসআই মোমিনুল হাসান।
আটককৃত আসামীরা হলেন, মোঃ আরশাদ (৪০),কাজী মোঃ কায়ছার (৩৬), মোঃ আরমান উদ্দিন (২২) ।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জমোহাম্মদ নেজাম উদ্দীন, পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশনস্থ গাউছিয়া সাইকেলের অপর পার্শ্বে চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকা থেকে সংগ্রহ করে খুচরা মূল্যে বেশী দামে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। পরে তাদের দেয়া তথ্য মতে চট্টগ্রাম জেলার
আনোয়ারা থানাধীন ১নং বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চকস্থ কাজী বাড়ী আসামী কায়সারের গোডাউনের ভিতরে টেবিলের ড্রয়ার থেকে আরও ১০০ পিস ইয়াবা ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এসআই মোঃ আরাফাত হোসেন আসামীর
বিরুদ্ধে এজাহার দায়ের করলে মাদকদ্রব্য আইনে ১টি মামলা রুজু হয়।
বিএস/কেসিবি/সিটিজি/৮ঃ৩৬পিএম