বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০২:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বাংলায় সাইনবোর্ড না লেখায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ রবিবার ৬ ফেব্রুয়ারি নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয় বলে জানান চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।
অভিযানে নাসিরাবাদ সিডিএ এভিনিউ এলাকায় নির্দেশনা মোতাবেক ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় না লেখায় দি সিরিয়াল গ্রিলারকে ৭ হাজার টাকা, ভি আই পি ইলেক্ট্রনিক্সকে ৫হাজার টাকা, লিগ্যাসী ফার্ণিচারকে ২হাজার টাকা, রাইজকে ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই অভিযানে পোর্ট কানেক্টিং রোডের বড়পুল এলাকার সিঙ্গার প্লাসকে ৩ হাজার টাকা, অনিকর্ন লিমিটেডকে ২ হাজার টাকা, এক্সেস রোডের ব্রাইট স্টার লাইটিংকে ২ হাজার টাকা ও স্টার রিফ্রাইজেশনকে ৫শত টাকা জরিমানা করা হয় ।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করে।
বিএস/কেসিবি/সিটিজি/৬ঃ৩০পিএম