শুক্রবার, ২৭ মে ২০২২, ০৯:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার মাওলানা মাহবুবুর রহমান হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি ফেরারি মোঃ আজিজুল ইসলাম চৌধুরী (৪৬) কে রাণীরহাট বাজার এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গতকাল ৫ জানুয়ারি বিকাল ৪ঃ৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আসামী মোঃ আজিজুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম জেলার রাংগুনিয়া থানাধীন ইসলামপুর এলাকার মোঃ গোলাম আকবর চৌধুরীর ছেলে।
র্যাব-৭ এর সিনিঃ সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, ২০১৪ সালের নভেম্বর মাসে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন ইকরামপুর এলাকার আজিজ বাহিনী পূর্ব শত্রুতার জেরে মাওলানা মাহবুবুর রহমান’কে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে এসে ঠান্ডাছড়ি গ্রামের পোষ্ট অফিসের সামনে প্রকাশ্য দিবালোকে হাতুরি দিয়ে মাথায় উপর্যপোরি আঘাত করে নির্মম ও নৃৃশংসভাবে হত্যা করে।এ ঘটনায় ভিকটিমের পরিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দয়ের করে এবং ঘটনার পর থেকে আসামী আজিজুল ইসলাম ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় আত্নগোপণ করে থাকে।
তিনি আরও জানান, র্যাব-৭ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ব্যপক গোয়েন্দা নজরদারী, আধুনিক ও তথ্য প্রযুুক্তি ব্যবহার অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন রানীরহাট বাজার এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে সে মাওলানা মাহবুবুর রহমান হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৭ঃ১৫পিএম