বুধবার, ১৮ মে ২০২২, ০৫:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
নোয়াখালী জেলার বেগমগঞ্জ জীরতলী হতে হারুন গ্রুপের প্রধান মোঃ হারুন ওরফে মানিক (৩৮) কে অস্ত্র ও বিষ্ফোরক সহ গ্রেফতার করা হয়।
গতকাল রবিবার ৬ জানুয়ারী সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ হারুন ওরফে মানিক নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন বারইচাতল (মসজিদ আলা বাড়ি) এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন বাংলা বাজারস্থ মঞ্জুর হোন্ডা গ্যারেজে অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী হারুন গ্রুপের প্রধান অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ হারুন ওরফে মানিককে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া ত্যথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন ৩ নং জীরতলী ইউনিয়নের ২নং ওয়ার্ড বারইচাতল সাকিনস্থ ছমদ আলী ব্যাপারী বাড়ীর আব্দুল মান্নানের পূর্বমূখী চৌচালা টিনের তৈরি বসত ঘরে মালিকের অগোচরে লুকানো ১ টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১ টি চাইনিজ চাপাতি ও ৮ ককটেল বোমা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায়, সে নিজে হারুন বাহিনীর প্রধান। তার নিয়ন্ত্রনে হারুন বাহিনী পরিচালিত হয়। উদ্ধারকৃত অস্ত্র দ্বারা সে নোয়াখালী ও লক্ষ্মীপুরের সীমান্তবর্তী দুর্গম এলাকার লোকজনদের ভয়ভীতি প্রদর্শণ করত। সে একাধিক হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্রবাজি, মাদক বিক্রয়, ধর্ষন ও অপহরণ করে মুক্তিপণ আদায় করে থাকেে। এছাড়াও তার অপকর্মে কেহ বাঁধা দিলে উদ্ধারকৃত অবৈধ অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য ককটেল বোমা এর ভয় দেখিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার লক্ষে উক্ত অবৈধ অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য ককটেল বোমা নিজ হেফাজতে রাখে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে ও বিষ্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, আসামী মোঃ হারুন ওরেফে মানিক এর বিরুদ্ধে ৪ টি অস্ত্র মামলা, ২ টি হত্যা মামলা, ৪ টি চুরি মামলা, ১ টি মাদক মামলা, ১ টি ছিনতাই মামলা, ১ টি নারী নির্যাতন মামলা, ১ টি পুলিশ অ্যাসল্ট মামলা, ২ টি মারামারির মামলা সহ সর্বমোট ১৬ টি মামলা রয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৩ঃ২১পিএম