মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন সংলগ্ন ফুটওভার ব্রিজ সংলগ্ন এলাকা হতে গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
আজ ৭ ফেব্রুয়ারি সকাল ৯ঃ১৫ মিনিটের সময় বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন, কুমিল্লা জেলার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪০) ও মৃত ফজলুল হকের ছেলে শাহরিহা রায়হান (২৭)।
র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন সংলগ্ন ফুটওভার ব্রিজ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় আসামীদের নিকট হতে ১৭ কেজি গাঁজা, নগদ ১৭০০ টাকা ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বিএস/কেসিবি/সিটিজি/৩ঃ৩০পিএম