মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি
- সোমবার ৭ ফেব্রুয়ারি, ২০২২ / ৮১ জন দেখেছেন
ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের অভিযানে অনুমোদন বিহিন দুটি ইটভাটা ভেংগে গুরিয়ে দিয়ে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিষ্ট্রেট মোঃ ইশতিয়াক আহমেদ
সোমবার ( ৭ ফেব্রুয়ারী ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ডেমরান এলাকায় মোল্লা বিক্সস্ ও ভাই ভাই বিক্সস্ নামে দুইটি ইটভাটায় এই অভিযান চালানো হয়।
এসময় ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন – পরিবেশ দূষনকারী অবৈধ ইটভাটা বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ইটভাটায় অভিযান চালানো হয়। প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে ব্যার্থ হলে। তাদের দুইটি ইটভাটা ভেংগে গুড়িয়ে দেওয়া হয় ও দুই লক্ষ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। এবং বিপুল পরিমাণ কাঁচা ইট পানি দিয়ে ধ্বংশ করা হয়। তবে অনুমতি বিহীন ইট ভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
অভিযান চলাকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন
Related