শামীম হোসেন সাভার উপজেলা
- সোমবার ৭ ফেব্রুয়ারি, ২০২২ / ৪৫ জন দেখেছেন
আশুলিয়া বাইপাইল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় তিন ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (০৭- ই ফেব্রুয়ারি ২০২২ ইং ) দুপুরে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিনিয়র সহকারি সচিব ফয়জুন্নেছা আক্তার বাইপাইল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা মোতাবেক (সংশোধনী-২০১৪) বিষাক্ত নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির দায়ে বাইপাল বাজার মার্কেটের মালেক সেলিম ও নয়ন কে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন ও ছোট এক পিকাপ পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার বলেন এ অভিযান আব্যাহত থাকবে বলে জানান।
Related