মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৬:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম মহানগর চাঁন্দগাও থানাধীন বাহির সিগন্যাল আবাসন রোড এলাকায় হাজী সরোয়ার সিএনজি ফিলিং ষ্টেশনে অভিযান চালিয়ে অবৈধ, অনুমোদনহীন এবং ঝুকিপূর্ণভাবে ভাম্যমান সিএনজি স্টেশন করার লক্ষ্যে অরক্ষিতভাবে কাভার্ডভ্যানে মিথেন গ্যাস পাচারকালে তিনজন র্যাবের হাতে আটক। এসময় দুটি কাভার্ডভ্যান জব্ধ করা হয়।
গতকাল রবিবার ৬ ফেব্রুয়ারি রাত ৮ঃ১৫ মিনিটের সময় হাজী সরোয়ার সিএনজি ফিলিং ষ্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামী বান্দরবান জেলার লামা থানাধীন খেদারবান পাড়া এলাকার নাছির উদ্দিনের ছেলে আরমানুল ইসলাম সাকিব (২৯) ও চট্টগ্রাম জেলার ডবলমুড়িং থানাধীন গফুর সওদাগর বাড়ির মোঃ কলিমের ছেলে মোঃ ওয়াসিম (৩৪) এবং চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন কেবি আমান আলী রোডের লাল মোহন দাশের ছেলে বিধান চন্দ্র দাস (৩৪)।
র্যাব-৭, এর সিনিঃ সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, কতিপয় অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম মহানগর চাঁন্দগাও থানাধীন বাহির সিগন্যাল আবাসন রোড এলাকায় হাজী সরোয়ার সিএনজি ফিলিং ষ্টেশন হতে অননুমোদিত ও অবৈধভাবে কাভার্ডভ্যানের বডির সহিত সিলিভার স্থাপন করে অবৈধভাবে গ্যাস ব্যবহারের উদ্দেশ্যে উক্ত সিলিন্ডারে গ্যাস লোড করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিলিন্ডার সংযুক্ত কাভার্ডভ্যানে থাকা সিলিন্ডারে গ্যাস ভর্তি করা অবস্থায় ২৩২ টি সিলিন্ডার সংযুক্ত কাভার্ডভ্যানসহ ৩ জনকে আটক করা হয়। পরে আসামীদের জিজ্ঞাসাবাদে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নি। এছাড়াও তাদের কাছে বিস্ফোরক অধিদপ্তরের কোন অনুমোদন ছিল না।
কাভার্ডভ্যানে মিথেন গ্যাস ভর্তি সিলিন্ডার
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত নিয়মবহির্ভূত ও ঝুঁকিপূর্ণভাবে কাভার্ডভ্যানে শতাধিক সিলিন্ডারভর্তি করে পথে পথে গ্যাস বিক্রি করছে। তারা মূলত বেশি লাভের আশায় ভ্রাম্যমাণ পদ্ধতিতে গ্যাস বিক্রি করছে। তারা আরোও জানায় যে, তারা রিফুয়েলিং স্টেশন হতে অবৈধভাবে প্রদানকৃত গ্যাস ব্যবহারের উদ্দেশ্যে সিলিন্ডারে লোড করে নিয়ে গিয়ে অবৈধভাবে অন্যত্র বিক্রি করে । গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ যে, সিলিন্ডার উঠানামা, খোলানো ও সংযোজনের সময় সামান্য অসাবধানতাতেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে, এতে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা, হতাহত পারে সাধারণ মানুষ। তাছাড়া কাভার্ডভ্যানটিতে নেই কোন অগ্নিনির্বাপক যন্ত্র, মানহীন সিলিন্ডারগুলোর নেই কোন টেস্টিং-রি টেস্টিং এর ব্যবস্থা।
বিএস/কেসিবি/সিটিজি/৬;১৭পিএম