শেখ মাহাবুব আলম বিশেষ প্রতিনিধি(খুলনা বিভাগ)
- মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি, ২০২২ / ৭১ জন দেখেছেন
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। পাশাপাশি শিশু স্বাস্থ্য ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণেও বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। সঠিক পরিচর্যা এবং অভিভাবকদের সচেতনতার অভাবে শিশুরা অপুষ্টিজনিত নানা রোগে আক্রান্ত হয়। সঠিক সময়ে প্রতিষেধক টিকাদানসহ তাদেরকে পুষ্টিকর খাবার প্রদান করা গেলে শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
গতকাল সোমবার সকালে নগরীর কাস্টমঘাটস্থ আমিরা বানু বেগম নগর মাতৃসদনে ‘‘ট্রেইনিং অন নিউট্রিশন ফর কেসিসি হেলথ স্টাফ’’ শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খুলনা সিটি কর্পোরেশন ও ইউএসএআইডি যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কেসিসিসহ বেসরকারি সংস্থা সূর্যের হাসি ও বাপসা’র ২৬ জন স্বাস্থ্যকর্মী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে। ইউএস ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এফএইচআই-৩৬০ এবং ইউএসএআইডি’র সহযোগিতায় গৃহীত ‘‘স্ট্রেনদিং নিউট্রিশন প্রোগ্রাম থ্রু ইমপ্লিমেন্টেশন সাইন্স একটিভিটি’’ শীর্ষক প্রজেক্টের আওয়ায় সংস্থাটি খুলনা মহানগরীতে পুষ্টি বিষয়ক কার্যক্রম বাস্তবায়ন করছে।
কর্মশালায় সিটি মেয়র আরো বলেন, বর্তমান সরকার মা ও শিশুদের পুষ্টির চাহিদা পূরণে পর্যাপ্ত সহযোগিতা দিচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে আজকের শিশুরা আগামী দিনে কর্মক্ষম নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে শিশুদের সুরক্ষায় আন্তরিকতার সাথে কাজ করার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান জানান।
কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ স্বপন কুমার হালদার, এফএইচআই-৩৬০ প্রজেক্টের পুষ্টি বিষয়ক উপদেষ্টা ডাঃ নাছরিন জাহান, বাপসা’র প্রজেক্ট ম্যানেজার মোঃ গোলাম রসুল, নগর মাতৃসদন কেন্দ্রের ফ্যামিলি প্লানিং কো-অর্ডিনেটর ডাঃ তারানা তাবাচ্ছুম চৌধুরী, ডাঃ সৈকত দাস, ডাঃ অপূর্ব বিশ্বাস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
Related