ঢাকার ধামরাইয়ে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যােগে সদর এলাকার পক্ষ থেকে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার ( ১৭ জানুয়ারী) বিকাল ৪ টার সময় ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সংবর্ধনা ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালরক মোঃ আমিনুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহম্মদ এমপি।
এসময় তিনি মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ কালে
প্রধান অতিথি হিসেবে বক্তবে বলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র গরীব অসহায় মানুষ ও প্রতিবন্ধীদের পাশে থেকে সমাজকে উন্নয়ন করে যাচ্ছে। সেই সাথে ধামরাই উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধাদের ও সামাজিক কর্মকান্ডে উন্নয়নের ভুমিকা রাখছে।
বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী মোঃ সিরাজুল ইসলাম, ধামরাই উপজেলা মুক্তিযুদ্ধো কমান্ডার মোঃ আব্দুর রহমান খান, ধামরাই উপজেলা সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজা, এমপির একান্ত সচিব মোঃ সামছু রহমানসহ প্রমুখ।