টাঙ্গাইলের ভূঞাপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা যুগান্তর পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অধ্যাপক আখতার হোসেন খানের সভাপতিত্বে ও স্বজন সমাবেশের সম্পাদক কামরুল ইসলাম তালুকদার সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথির ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন- প্রবীণ সাংবাদিক ষ বদিউজ্জামান খান, প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সম্পাদক আব্দুর রাজ্জাক, আ’লীগ নেতা আব্দুল খালেক।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সাংবাদিক শফিকুল ইসলাম শাহীন, সৈয়দ সরোয়ার সাদী রাজু, কামাল হোসেন, অভিজিৎ ঘোষ, আব্দুল লতিফ তালুকদার, আল আমিন শোভন, ফরমান শেখ, রফিকুল ইসলাম রবি, নাসির উদ্দিন, মাহমুদুল হাসান, আসাদুল খান, রহিম মিঞা, শফিউর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কাটা, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরী।