পঞ্চগড় জেলা রিপোর্টার
- বুধবার ৯ ফেব্রুয়ারি, ২০২২ / ৫১ জন দেখেছেন
পঞ্চগড়ের বোদা থানা পুলিশের অভিজানে ভারতে পাচারকালে একটি স্বর্ণ সাদৃশ্য সরস্বতী মূর্তি উদ্ধার ও দশজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানা পুলিশের অভিজানে জেলার মাড়েয়া বামন হাট ইউনিয়নের ফুটকিবাড়ি নামক স্থানে একটি স্বর্ণ সাদৃশ্য সরস্বতী মূর্তি যার বাজার মূল্য প্রায় ৫২ হাজার টাকা এবং দশজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়।
মূর্তির ওজন ৪৬ ভরি ১২ আনা ৩ রতি।
আসামীদের কাছ থেকো একটি পুরাতন মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতা হলেন নীলফামারী জেলার ডোমার উপজেলার ১। জীবন চন্দ্র রায় (৩০) ২। আবু হানিফ (৪০) ৩। জিয়ারুল ইসলাম (২৮) ৪। ফারুক হোসেন (৩৪) ৫। রেজাউল ইসলাম (৩০) ৬। আবু তালেব (৪৮) ৭। শরত চন্দ্র (২০) ৮। ফরহাদ হোসেন (৩৪) ৯। আব্দুল গফুর (৪৫) এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার
বিবেশ চন্দ্র রায় (২১)।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ৩ আসামী পালিয়ে যায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৈনিক বাংলাদেশ সমাচারকে বলেন
আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)(এ) তৎসহ পুরাকীর্তি আইন, ১৯৬৮ এর ২০ ধারা তৎসহ পেনাল কোট ৪০৬/৪২০ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের থানায় ১৩ জনের নামে একটি মামলা দায়ের করা হয়। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related