বুধবার, ১৮ মে ২০২২, ০৫:৪১ পূর্বাহ্ন
হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামি হেলাল সহ তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বানিয়াচং পুলিশ। পুলিশের মাধ্যমে গ্রেফতারকৃতরা হলো, বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া গ্রামের বাসিন্দা ও ধর্ষণ মামলার আসামি হেলাল মিয়া (২৫) অন্য মামলার পলাতক আসামি
একই গ্রামের জুয়েল মিয়া (৩২), মো. হারুন মিয়া (৩৫)। গত মঙ্গলবার দুপুরে আসামিদের কোর্টে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার সকালে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের নির্দেশনায় এসআই ওমর ফারুকসহ একদল পুলিশ অভিযান চালিয়ে হেলালের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে । অন্যদিকে সোমবার দিবাগত রাতে এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ পুলিশ সদস্যরা অপর দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।