বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০২:৪২ পূর্বাহ্ন
গতকাল মঙ্গলবার ০৮ ফেব্রুয়ারি রাত ৯ঃ০৫ মিনিটের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন, কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন বিলহাছড়া এলাকার মোঃ আলমগীরের ছেলে মোহাম্মদ আলঙ্গীর (৫২) এবং একই এলাকার মৃত আঃ জলিলের ছেলে মোঃ শাহজাহান (২১)।
র্যাব-৭ এর সিনিঃ সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন পূর্ব বিলহাছড়া এলাকায় অভিযান চালিয়ে ১ টি একনালা দেশীয় বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রম করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য যে, আসামীদ্বয়ে বিরুদ্ধে কক্সবাজার জেলার পেকুয়া থানায় অস্ত্র এবং ডাকাতির ৩ টি মামলা রয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৫;২৮পিএম