মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৬:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
গভীর রাতে এই কনকনে ঠাণ্ডায় কষ্ট পাওয়া শতাধিক ছিন্নমূল মানুষেরা পুলিশের দেওয়া শীতবস্ত্রে উষ্ণতার পরশ পেল।
আজ বুধবার ৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার দিবাগত রাতে) চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ফুটপাতে তীব্র শীতে শুয়ে থাকা অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ট্রাফিক দক্ষিন বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ রইছ উদ্দিন।
নৈশকালীন ডিউটি পালনকালে তিনি গাড়িতে শীতবস্ত্র নিয়ে বের হন এবং পুলিশ সদস্যদের রাত্রীকালিন ডিউটি তদারকির পাশাপাশি রাস্তার পাশে, ফুটপাতে তীব্র শীতে কষ্ট পাওয়া অসহায় মানুষের শরীরে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন।
এসময় হঠাৎ ঘুম থেকে জেগে উঠে নতুন শীতবস্ত্র পেয়ে পরম তৃপ্তির হাসি ফুটে উঠে সকলের চোখে মুখে। মঙ্গলবার রাত ২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর খুলশি, এ কে খান, সাগরিকা মোড়, টাইগারপাস, রেলস্টেশন, নিউমার্কেট, কোতোয়ালি, কাজির দেউরি এলাকাসহ বিভিন্ন পয়েন্টে তিনি প্রায় শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিএস/কেসিবি/সিটিজি/৬ঃ৪৫পিএম