মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৩:৪১ পূর্বাহ্ন
চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনের সময় সহিংসতার অভিযোগে মোঃ জামাল উদ্দিন (৫০)কে তার দুই সহযোগী আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এসময় ১ টি ওয়ানশুটারগান, ৩ রাউন্ড গুলি এবং ১৩ রাউন্ড খালী খোসা উদ্ধার করা হয়।
আজ বুধবার ০৯ ফেব্রুয়ারি বিকাল ৩ঃ০৫ মিনিটের সময় চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন খাঘরিয়া মোহাম্মদ খালীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামী মোঃ জামাল উদ্দিন চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন খাঘরিয়া মোহাম্মদ খালী এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। তার দুই সহযোগীরা হলেন, ইয়াছমিন আক্তার (৩২) চট্টগ্রাম জেলার সাতকানিয়াথানাধীন খাঘরিয়া মোহাম্মদ খালী এলাকার মোঃ ইসমাইলের স্ত্রী এবং মোঃ লোকমান (৩২) একই এলাকার মৃত সরুমিয়ার ছেলে।
র্যাব-৭ এর সিনিঃ সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারী ব্যাপক নাশকতা চালায়। ঘটনার পর হতে নাশকতার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাব-৭ ব্যাপক গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্তের একপর্যায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন খাঘরিয়া মোহাম্মদ খালীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আসামীর নিজের বসত ঘরের ভিতর থেকে ১ টি ওয়ানশুটারগান,৩ রাউন্ড গুলি এবং ১৩ রাউন্ড খালী খোসা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা সাতকানিয়া ইউপি নির্বাচনের সহিংসতার সাথে জড়িত ছিল। এছাড়াও আসামী মোঃ জামাল উদ্দিন চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রম করে আসছে এবং তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় ১৪ টির অধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৯ঃ৩০পিএম