মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৭:০৪ পূর্বাহ্ন
গত ৭ ফে্ব্রুয়ারি ও ৯ ফেব্রুয়ারি টানা ৮০ ঘন্টার পৃথক ২টি অভিযানে আনুমানিক ৬ কোটি ৬৬ লক্ষ টাকা মূল্যের ২,২১,৭৯০ পিস ইয়াবা উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়।
আটককৃত আসামী মোঃ শাহাবুদ্দিন (৩২) কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী এলাকার মৃত আফলাতুনের ছেলে এবং সরোয়ার আলম (২৭) একই থানাধীন পশ্চিম ফারিরবিল এলাকার মৃত শামসুল আলমের ছেলে। অপর আসামী মোঃ মেহেদী হাসান (২৬)বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন মধ্যমপাড়া এলাকার শিকদার আলীর ছেলে।
র্যাব-৭, এর সিনিঃ সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, টেকনাফ থেকে অটোরিক্সা যোগে বিপুল পরিমান মাদকের চালান কক্সবাজারের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী এলাকার বালুখালী বাজারে বিশেষ চেকপোষ্ট এর মাধ্যমে গাড়ী তল্লাশী চালিয়ে দুই জনকে আটক করা হয়। পরে তাদের সাথা থাকা একটি স্কুল ব্যাগের ভিতর হতে ৯৪,৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি জানান, অপর একটি অভিযানে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুনধুম এলাকার মধ্যমপাড়ায় একটি বসত ঘড়ে অভিযান চালিয়ে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার সময় একজনকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বসত ঘড়ের খাটের নীচে থাকা একটি বস্তার ভিতর হতে ১,২৭,১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার এবং বান্দরবান জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম বান্দরবান, কক্সবাজার এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৬ কোটি ৬৬ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৬ল৫৭পিএম