বুধবার, ১৮ মে ২০২২, ০৭:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মহানগরীর টঙ্গী হতে বুপ্রেনরফাইন (প্যাথেডিন) ইনজেকশনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
গতকাল বুধবার ৯ ফেব্রুয়ারি আনুমানিক ৭ঃ২০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন, জামালপুর জেলার মৃত সাধু সরকারের মোঃ জনি (৩২) এবং দিনাজপুর জেলার মৃত ছাদেক আলীর ছেলে মোঃ রেজ্জাক আলী (৫২)।
র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর এর টঙ্গী পূর্ব থানাধীন আমতলী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় আসামীদের নিকট হতে ২৪০ পিস বুপ্রেনরফাইন (প্যাথেডিন) ইনজেকশন এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা ।
বিএস/কেসিবি/সিটিজি/৭ঃ১৫পিএম