বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০১:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর বনানী এলাকা হতে ছিনতাইকারী চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১।
গতকাল বুধবার ৯ ফেব্রুয়ারি আনুমানিক ৮ঃ১০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আসামী ব্রাহ্মনবাড়ীয়া জেলার জুনু মিয়ার ছেলে মোঃ ওবায়দুল হক (২৪) ও শেরপুর জেলার আয়ুব আলীর ছেলে মোঃ মুসলিম (২৪), এবং হাতেম আলীর ছেলে মোঃ পরান (২৩)।
র্যাব-১ সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার বনানী থানাধীন মহাখালী এলাকায় জনস্বাস্থ্য অধিদপ্তর গেইটের সামনে ছিনতাইকারী চক্রের সক্রিয় ৩ সদস্যকে আটক করা হয়। এসময় আসামীদের কাছ থেকে ছিনতাইকৃত ১ টি ব্যাটারি চালিত রিক্সা, ১ টি সাইকেলের চেইন, ৩ টি চেতনানাশক মলম, ১ টি গামছা এবং ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বনানী এলাকাসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, ব্যাটারী চালিত রিক্সা, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ছিনতাই করে আসছে। এছাড়াও অপরিচিত কেউ তাদের এলাকায় নতুন আসলে তাদের গতিবিধি লক্ষ্য করে কৌশলে ছিনতাই করে এবং তাদের ছিনতাই কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে অস্ত্র দ্বারা আঘাত করে মালামাল লুট করে আসছে। গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৭ঃ৪০পিএম