মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৬:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
র্যাব-১ এর মাদক বিরোধী অভিযানে রাজাধানীর উত্তরা হতে গাঁজাসহ ৩ জন এবং গাজীপুর জেলার কাপাসিয়া হতে ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত্কাল বুধবার ৯ ফেব্রুয়ারি বিকাল ৪ঃ৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন, ঢাকার মোঃ ইব্রাহিম মোল্লার ছেলে মোঃ মুসা কলিমুল্লাহ (৩০) ও মোঃ কামরুল ইসলামের ছেলে মোঃ রুবেল (৩২) খাগড়াছড়ি জেলার মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ নিলয় (১৯) ও হবিগঞ্জ জেলার মৃত আব্দুল লতিফের মোঃ সহিদ মিয়া (৩৮) এবং ব্রাক্ষণবাড়িয়া জেলার মৃত মন্টু চন্দ্র দাসের সনজিত চন্দ্র দাস (৪৪)।
র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর সুইচ গেইট বেরীবাধ সংলগ্ন নদীর পার বস্তির শাহাবুদ্দীনের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় ধৃত আসামীদের কাছ থেকে ৩ কেজি গাঁজা এবং ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি জানান, অপর একটি অভিযানে গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন ফকির লালন শাহ সেতুর পশ্চিম মাথায় কাপাসিয়া বাসষ্টস্ট্যান্ড তাজউদ্দিন আহম্মেদ চত্বর সংলগ্ন ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় আসামীদের কাছ থেকে ৪ কেজি গাঁজা, ২ টি মোবাইল ফোন এবং নগদ ৮০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনঃ
মাদকের রুটে র্যাবের হানা;টানা ৮০ ঘন্টার অভিযানে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩
নারায়নগঞ্জের রূপগঞ্জে ১ ভূয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র্যাব
টঙ্গীতে প্যাথেডিন ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী আটক
বিএস/কেসিবি/সিটিজি/৭ঃ৫৫পিএম