বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৫:৫৮ পূর্বাহ্ন
পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম এর ইনোভেশন “আমার গাড়ি নিরাপদ” অ্যাপসের সুফল মানুষের
দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে টিম কোতোয়ালী। সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন), সিএমপি, চট্টগ্রাম মোঃ মুজাহিদুল ইসলাম, এসআই মোঃ মোমিনুল হাসান, এএসআই অনুপ কুমার বিশ্বাস এর সহযোগিতায় হারানো ল্যাপটপ ব্যাগ সহ ২টি ল্যাপটপ, ১টি ক্যামেরা, ১টি ঘড়ি, কয়েকটি পেনড্রাইভ, ৪টি হার্ডডিস্ক ড্রাইভ ও বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়।
এসআই মোঃ মোমিনুল হাসান জানান, সিএনজি যাত্রী আহমেদুল কবির (৩১) গত ৬ ফেব্রুয়ারি অনুমান ১২.২০ মিনিটের সময় প্রবর্তক মোড় হইতে সিএনজি যোগে ব্যক্তিগত কাজে ষ্টেশন রোড এলাকায় আসেন। কিন্তু অসাবধানতাবশত তিনি ২টি ল্যাপটপ, ১টি ক্যামেরা, ১টি ঘড়ি, কয়েকটি পেনড্রাইভ, ৪টি হার্ডডিস্ক ড্রাইভ ও বিভিন্ন ডিভাইস ভর্তি তার ল্যাপটপ ব্যাগটি ফেলে হোটেল প্যারামাউন্টের দিকে চলে যান। হঠাৎ লক্ষ্য করেন তার কাঁধে ব্যাগটি নাই। তিনি তখন দিশেহারা হয়ে যান।
পরে তিনি ব্যাগটি খোঁজার জন্য ষ্টেশন রোডের সামনে যাওয়া মাত্র সিএনজি ড্রাইভারকে খুঁজে না পেয়ে তার এক বন্ধুর কাছে ঘটনার বিষয়ে জানালে সে তার বন্ধু কোতায়ালীর সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) মোঃ মুজাহিদুল ইসলামের পরিচয় দেন। সে সুবাদে সিএনজি যাত্রী আহমেদুল কবির সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) মোঃ মুজাহিদুল ইসলাম এর কাছে গিয়ে ঘটনার বিস্তারিত জানান। পরে মোঃ মুজাহিদুল ইসলাম এসআই মোঃ মোমিনুল হাসান, এএসআই অনুপ কুমার বিশ্বাস দেরকে নিয়ে “আইজ অব সিএমপি” এর অধীনে থাকা ষ্টেশন রোড এলাকার সিসিটিভি ফুটেজ চেক করে সিএনজি’র নাম্বার শনাক্ত করেন।
পরবর্তীতে আমার গাড়ি নিরাপদ এ্যাপস ব্যবহার করে উক্ত গাড়ির চালকের বিষয়ে তথ্য সংগ্রহ করে চালকের কাছ থেকে ২টি ল্যাপটপ, ১টি ক্যামেরা, ১টি ঘড়ি, কয়েকটি পেনড্রাইভ, ৪টি হার্ডডিস্ক ড্রাইভ ও বিভিন্ন ডিভাইসসহ ১টি ল্যাপটপ ব্যাগ উদ্ধারপূর্বক সিএনজি যাত্রী আহমেদুল কবির (৩১) এর নিকট বুঝিয়ে দেয়া হয়।
তিনি এসি কোতোয়ালী জোন সহ টিম কোতোয়ালীর সদস্যদের ধন্যবাদ জানান।
বিএস/কেসিবি/সিটিজি/৯ঃ৩০পিএম