মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৩:২৩ পূর্বাহ্ন
গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ইদ্রিস চট্টগ্রাম জেলার লোহাগাড়ার আহমদ কবিরের ছেলে।
আজ শুক্রবার বিকেলে কক্সবাজারে র্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল ইসলাম সরকার।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে টেকনাফ-কক্সবাজার সড়কে তল্লাশি চালিয়ে ইদ্রিসকে আটক করা হয়। এসময় ৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশে মানব পাচার করে আসছিল।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বশর ও সৈয়দ হোসেন নামে আরও দুইজন পাচারকারীর কথা জানিয়েছেন ইদ্রিস। যারা এ চক্রের সদস্য। চক্রে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
বিএস/কেসিবি/সিটিজি/১০ঃ১০পিএম