মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:৫৭ পূর্বাহ্ন
আজ শুক্রুবার ১১ ফেব্রুয়ারি বিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ইকবাল হোসেন ভুঁইয়া।
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন, সামিহা ইসলাম প্রঃ রাইশা (১৯) সাতকানিয়া থানাধীন মীর্জাখীল গুরা মিয়া খলিফার বাড়ীর মোঃ নুরুল ইসলামের ছেলে। বর্তমানে-চাঁন্দগাও থানাধীন বহদ্দারহাট, নতুন বাস টার্মিনালের পাশে রিডিসন বিউটি পার্লার বিল্ডিং এর ৬ষ্ঠ তলার বাসিন্দা ও মোঃ সাইফুল ইসলাম (২৭) সাতকানিয়া থানাধীন ১৭ নং সোনাকানিয়া ইউপির জামাল সাহেবের বাড়ীর ফরিদুল আলনের ছেলে এবং মনসুর মোল্লা প্রকাশ তৌহিদ (৩৩) নগরির চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আ/এ এলাকার মৃত এম এ বাছেদ এর ছেলে।
কোতোয়ালী থানার ওসি মোঃ নেজাম উদ্দিন জানান, কোতোয়ালী থানাধীন জামালখান চেরাগী পাহাড় মোড়স্থ ৬৪নং সানমার
স্প্রিং গার্ডেন ভবনের সামনে ছিনতাইয়ের ঘটনায় ভিক্টিম মোঃ সোহেল আসামীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা মামলায়
কোরবানীগঞ্জ এলাকা থেকে মনসুর মোল্লা প্রকাশ তৌহিদ এবং তার দুই সহযোগীকেকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ছিনতাইকৃত টাকার মধ্যে নগদ ৩০০০ টাকা, ১ টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
তিনি জানান, আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানান যে, আসামী সাইফুল ইসলাম ও মনসুর মোল্লা প্রকাশ তৌহিদ কৌশলে তাদের বন্ধু সামিহা ইসলাম রাইশাকে দিয়ে ফেইসবুক মেসেঞ্জারে বিভিন্ন লোকের সাথে চ্যাটের মাধ্যমে কাউকে আর্থিক সমস্যার কথা বলে,কাউকে বিভিন্নভাবে প্রেমের প্রলোভন দেখিয়ে ইমোশনাল করে ফেলে। পরে তার সাথে দেখা করার জন্য বাধ্য করে। দেখা করতে আসলে সুযোগ বুঝে সাইফুল ইসলাম ও মনসুর মোল্লা প্রকাশ তৌহিদ দেখা করতে আসা ব্যক্তিকে মারধর ও ভয়ভীতি দেখিয়া তার নিকট যা আছে সব ছিনিয়ে নেয়।
তিনি আরও জানান, সামিহা ইসলাম রাইশা পড়াশুনার নাম করে পরিবার থেকে আলাদাভাবে চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় ভাড়া বাসায় একা বসবাস করার সুবাধে সাইফুল ইসলাম ও আসামী মনসুর মোল্লা প্রকাশ তৌহিদ এর সাথে জড়িত হয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে। আসামীগণ
ইতিপূর্বেও একই কৌশল অবলম্বন করে একাধিক ছিনতাই করেছে বলে স্বীকার করে।
বিএস/কেসিবি/সিটিজি/১০ঃ৩০পিএম