শুক্রবার, ২৭ মে ২০২২, ০৮:৪৯ পূর্বাহ্ন
চট্টগ্রামের ভাটিয়ারী এলাকার দূর্গম পাহাড়ে ১০ হাজার লিটার চোলাই মদ জব্দসহ অবৈধভাবে স্থাপিত চোলাই মদ তৈরীর বিশাল কারখানা ধ্বংসসহ মোঃ বিদ্যুৎ খন্দকার (২৬) নামে ১ জনকে আটক করেছে র্যাব-৭। উদ্ধারকৃত চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
গতকাল ১১ ফেব্রুয়ারি রাত ৮ঃ৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরীর বিশাল কারখানা ধ্বংসসহ ১ জনকে আটক করা হয়।
আটককৃত আসামী মোঃ বিদ্যুৎ খন্দকার রাজবাড়ী জেলার পাংশা থানাধীন তপাদিয়া এলাকার মোঃ কামাল মোস্তফার ছেলে,বর্তমানে-চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী ইউপির পূর্ব হাসনাবাদ, (সেনাজি বনায়ন) এলাকার বাসিন্দা।পলাতক আসামীরা হলেন, চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী তেলিপাড়া এলাকার কামাল (৫০) এবং মামুন (২৪)।
র্যাব-৭, এর উপ-অধিনায়ক মেজর নাছির জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকার গভীর পাহাড়ী জঙ্গল এলাকায় বিশাল চোলাইমদ তৈরীর কারখানায় চোলাইমদ উৎপাদন করছে। এমন তথ্যের ভিত্তিতে সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকার দুর্গম পাহাড়ের পাদদেশে হুনাছড়া নামক জায়গায় অভিযান পরিচালনা করে একজন কে আটক করা হয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১০,০০০ লিটার চোলাই মদ ও ৪০,০০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামীরা দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে মদ তৈরির উপকরন সংগ্রহ করে দেশীয় তৈরি চোলাই মদ উৎপাদন করে পরবর্তীতে চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৩ঃ৩৫পিএম