বুধবার, ১৮ মে ২০২২, ০৬:১১ পূর্বাহ্ন
ফেনী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর বিশেষ দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ বদরুল আলম মোল্লার সার্বিক তত্বাবধানে পুলিশ পরিদর্শক(ডিবি) মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এসআই-মোঃ জসিম উদ্দিন,এএসআই-হান্নান আল মামুন,এএসআই- জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১১ ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখ রাত ১১.০৫ ঘটিকার সময় ফেনী সদর মডেল থানাধীন বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ৫০০ গজ পূর্বে জনৈক আলাউদ্দিন এর বসতবাড়ির ভিতর অভিযান পরিচালনা করে ১)মোঃ ইউনুস প্রকাশ বাবলু(৩৮),পিতা-ওবাইদুল হক,মাতা-সামছুন্নেহার,সাং-পূর্ব মৌটুবী,থানা ও জেলা- ফেনী কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ১১২ বস্তা পরিবেশ দূষণকারী পলিথিন উদ্ধার করা হয়।
যার মোট ওজন ৩৪০৮ কেজি এবং মূল্য অনুমান ৪,৪৩,০৪০/=(চার লক্ষ তেতাল্লিশ হাজার চল্লিশ) টাকা।
জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে জানা যায়,এই সংক্রান্ত একটি মামলা ফেনী সদর মডেল থানায় রুজু করা হয়েছে।