মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৩:৩০ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রির বাল্য বিবাহ বন্ধ হয়েছে।
গত শনিবার ১২ ফেব্রুয়ারি রাতে উপজেলার ১নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দিন মজুর আঃ রব হাওলাদারের পাঁচ সন্তানের মধ্যে মেঝ মেয়ে চট্রগ্রাম ইপিজেড এলাকার একটি স্কুলে ৭ম শ্রেণিতে পড়ত।
করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারনে পার্শবর্তী ইন্দুরকানী উপজেলার মো. মাসুদ (২০) এর সাথে ঐ মেয়ের বিবাহের আয়োজন করা হয়। শুক্রবার গায়ে হলুদ শেষে শনিবার রাতে বিবাহের আয়োজন দেখে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর কে বিষয়টি অবহিত করার হলে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজকে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন।
সহকারী কমিশনার রাতে থানা পুলিশের সহায়তায় মেয়ের বাড়ি গেলে ঘটনার সত্যতা স্বীকার করে কনের পরিবার। পরে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’র ৫এর ৩ উপধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা এবং ১৮বছর পূর্ণ না হলে বিবাহ দেয়া হবেনা মর্মে মুচলেকা দিয়ে বিবাহ বন্ধ হয়।
পরিবারটি দরিদ্র হওয়ায় স্থানীয় ইউপি সদস্য দিনার মাহমুদ রাসেল সহ স্থানীয়দের অনুরোধে ঐ মেয়েকে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে সেলাই প্রশিক্ষন গ্রহনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ সার্বিক সহায়তা দেয়া হবে বলে পরিবারটিকে আস্বস্থ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ।
বিএস/কেসিবি/সিটিজি/৬ঃ৫৯পিএম