বুধবার, ১৮ মে ২০২২, ০৫:১৫ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর)
প্রতিনিধিঃ রবিবার প্রকাশিত এইচ.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ভান্ডারিয়ায় মায়ের মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশনেয়া মোস্তাফিজ জিপিএ ৫ পেয়েছে।
সে এবার উপজেলার আমান উল্লাহ কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহন করেছিল। ফলাফল পাওয়ার পর অশ্রুশিক্ত কণ্ঠে মোস্তাফিজ জানান, আমার এ সাফল্য দেখে যেতে পারলনা বাবা সাবেক ব্যবসায়ী মরহুম বিপ্লব আকন মা মাটিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মরহুমা লায়লা জেসমিন মুন্নী ।
বিপ্লব-মুন্নী দম্পতির দুই ছেলের মধ্যে মোস্তাফিজ বড়। ছোট ছেলে মুইন স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে।
আমান উল্লাহ কলেজের অধ্যক্ষ মো. কাওসার উদ্দিন জানান, ছেলেটি অত্যন্ত মেধাবী। পরীক্ষা চলাকালীন সময়ে ওর মা মারা যায়। সেদিন আমরা গিয়ে মায়ের মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষা শেষ হওয়ার পরে ওর উপস্থিতিতে জানাজা সম্পন্ন করি। আফসোস এ সাফল্য দেখে যেতে পারেনি ওর বাবা-মা । ২০২০ সালে অল্প বয়সে ওর বাবা মারা যায়।
বিএস/কেসিবি/সিটিজি/৭ঃ০২পিএম