শনিবার, ২১ মে ২০২২, ০২:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জামাত শিবিরের সন্ত্রাসীদের হাতে নিহত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের তৎকালীন নেতা শহীদ ফারুক মাহমুদ সিদ্দিকী ও সমাজসেবক আলহাজ্ব সোলায়মান খান এর ১৯ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্মরণ সভা গতকাল ১২ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় নজুমিয়া হাট রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ বখতেয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম।
সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন বিজয়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন শাহ্, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন বাবলু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব জাফর আহমেদ, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।
বক্তব্য রাখেন চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার, মোঃ আকতার হোসেন, চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী, মাস্টার আ স ম রফিক, মোঃ গোলাম মোস্তফা, মাহবুবুল আলম, চেয়ারম্যান নুসরাত জাহান, এনামুল হক এনাম, রাশেদ খান মেনন, নূরে আলম সিদ্দিকী, নাসির উদ্দীন রিয়াজ, মহসিন খান, দীপন দাশ, ইঞ্জিঃ পলাশ বড়ুয়া, আকতার হোসেন চৌধুরী, সেকান্দর চৌধুরী, মাওঃ মঞ্জুর হায়দার সিদ্দিকী, শওকত আকবর, সরোয়ার ইকবাল, আব্দুল মান্নান, জাবেদ হাসান, ফারুক হোসেন চৌধুরী, মোঃ রাশেদুল ইসলাম, মঞ্জুর হোসন, মোঃ জাবেদ প্রমূখ। সভায় শহীদ ফারুক সিদ্দিকীর জামাতা ডাঃ হাবিব ইকবাল শুভসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি এম এ সালাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শিক পথে সন্ত্রাসী,চাঁদাবাজ অপশক্তির বিরূদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সন্ত্রাসীদের হাতে জীবন দিয়েছে শহীদ ফারুক মাহমুদ সিদ্দিকী। শত নির্যাতন অত্যাচারের স্বীকার হয়েও অপশক্তির সাথে আপোষ করেনি। এলাকার মানুষের জানমাল রক্ষা এবং অসুস্থ ধারার অপরাজনীতির বিরূদ্ধে সুস্থ ধারার রাজনীতিকে এগিয়ে নিতে নেতৃত্ব দিয়েছে।
তিনি বলেন, পরোপকারী নীতিবান-দৃঢ়চেতা রাজনীতিক হিসেবে অত্যন্ত জনপ্রিয় নেতা ফারুক সিদ্দিকীর জীবনাচার, ত্যাগ থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজম্মকে রাজিৈতক কর্মকান্ডে এগিয়ে যেতে হবে। এতে করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে অসংখ্য শহীদের রক্ত দান সার্থক হবে। সভার পূর্বে শহীদদের কবর সংলগ্ন মসজিদে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও কবরে পুষ্পার্ঘ অর্পন এবং বিশেষ মেনাজাত অনুষ্ঠিত হয়।
বিএস/কেসিবি/সিটিজি/৮ঃ৩০পিএম