মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০২:৩৫ অপরাহ্ন
নরসিংদীর বেলাবতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্টের মাধ্যমে জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। গতকাল সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় বেলাব উপজেলার পোড়াদিয়া মাছ বাজারে এই অভিযান চালানো হয়। বেলাব উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় ৫ কেজি জাটকা ও ২ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। পরবর্তীতে ৫ কেজি জাটকা গরীবদের মধ্যে বিতরণ ও জেলিযুক্ত ২ কেজি চিংড়ি নদীতে ফেলে বিনষ্ট করা হয়।