বুধবার, ১৮ মে ২০২২, ০৬:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
কোতোয়ালী থানাধীন ৩১ জামালখান রোডস্থ খ্রিষ্টান পাড়া জোসেফ ডিসিলভার বাড়ীর জনৈক জিন রড্রিক্স ডিসিলভার এর বাসায় গৃহকর্মী সেজে বাসায় চুরি করার দায়ে ১ জন মহিলা আসামীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় ৬ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও নগদ ১৬,০০০ টাকা উদ্ধার করা হয়।
আজ সোমবার ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাত অনুমান ০১.৩০ মিনিটের সময় কোতোয়ালী থানাধীন লাভলেইন ঝাউতলা মেথরপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী জাহেদা বেগম (৪০) ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানাধীন বিটঘর, ফারুক সাহেবের বাড়ীর নুর আলমের স্ত্রী বর্তমানে-নগরীর কোতোয়ালী থানাধীন ঝাউতলা, লাভলেইন মেথরপট্টি এলাকার নাছির সাহেবের ভাড়াটিয়া।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, জনৈক জিন রড্রিক্স ডিসিলভার দায়ের করা চুরির মামলায় আসামী গৃহকর্মী জাহেদা বেগমকে তথ্য ও প্রযুক্তির সহয়তায় কোতোয়ালী থানাধীন লাভলেইন ঝাউতলা মেথরপট্টি এলাকা থেকে গ্রেফতার করা হয়।পরে তার কাছ থেকে চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
তিনি জানান, আসামীকে জিজ্ঞাসাবাদে জানান যে, সে জিন রড্রিক্স ডিসিলভা এর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করাকালীন সময়ে বাসায় রাখা স্বর্ণালংকার ও নগদ টাকা সমূহ কোথায় রাখে, কিভাবে রাখে সেই বিষয়ে নজর রাখতো। একপর্যায়ে ঘটনার দিন সুযোগ বুঝে বাসার সকলের অগোচরে জনৈক জিন রড্রিক্স ডিসিলভার বেড রুমে ঢুকে ড্রেসিং টেবিলের ড্রয়ার ও আলমারী খুলে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে। সে প্রতিদিন সন্ধ্যা ৬ঃ০০ পর্যন্ত বাসায় কাজ করলেও ঘটনার দিন সে অসুস্থতার ভান করে দুপুর ১ঃ০০ টার সময় চলে যায়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, আসামী জাহেদা বেগম মহানগরীর বিভিন্ন এলাকায় গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে সুযোগ বুঝে মালিকের স্বর্ণালংকার ও নগদ টাকা সহ দামী জিনিসপত্র চুরি করে উক্ত এলাকায় যাওয়া বন্ধ করে দেয়। আসামী ইতিপূর্বেও একই কৌশল অবলম্বন করে একাধিক চুরি করেছে বলে স্বীকার করে।
বিএস/কেসিবি/সিটিজি/৭ঃ১০পিএম