মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৩:৪৪ পূর্বাহ্ন
গতকাল সোমবার ১৩ ফেব্রুয়ারি দুপুর ১ঃ৩০ মিনিট থেকে বিকাল ৫ঃ০০ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন, ফেনী জেলার সোনাগাজী থানাধীন মঙ্গল কান্দি এলাকার আব্দুল মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন বেলাল (৪২) বর্তমানে-আগ্রাবাদ, সিজিএম কলোনী, থানা-ডবলমুড়িং, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলার সন্দীপ থানাধীন পৌর হাড়ামিয়া এলাকার মোঃ ওবায়দুর হকের ছেলে মাকসুদুর রহমান ওরফে রাসেল (৩৬),বর্তমানে-হালিশহর (শাহজাহান এর বাড়ির ভাড়াটিয়া), থানা-হালিশহর, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন তিন ঘরিয়াটোলা এলাকার আবুল হাসেমের ছেলে আরব হোসেন (৩২) বর্তমানে-দেওয়ানহাট, থানা-ডবলমুডিং, চট্টগ্রাম মহানগরী এবং কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানাধীন রাইশগাঁও কাজী বাড়ীর মৃত সেলিম মিয়ার ছেলে মোঃ মোশারফ হোসেন শরিফ (১৯)।
র্যাব-৭, এর সিনিঃ সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, চট্টগ্রাম মহানগরীর ডবলমুড়িং থানাধীন বাদামতলী ও আগ্রাবাদ এলাকার নর্থ সাউথ ট্রেড ইন্টারন্যাশনাল এবং সেলিম ইন্টারপ্রাইজ নামক দুটি দোকানে বাংলাদেশ সরকার কর্তৃক মুদ্রিত বিভিন্ন টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোর্ট ফি ও জাল ডাক টিকেট অসৎ উদ্দেশ্যে মজুদ রেখে গোপনে বিভিন্ন লোকজনের নিকট ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে পৃথক ২টি অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করা হয়। পরে দোকানের ভিতর থেকে বিপুল পরিমাণ বিভিন্ন টাকা মূল্য মানের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোর্ট ফি ও জাল ডাক টিকেট জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বিশেষ আঠালো স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোর্ট ফি, জাল ডাক টিকেট এবং বিভিন্ন সীল তাদের দোকানে মজুদ করে জনগনের নিকট ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৪ঃ১৮পিএম