শুক্রবার, ২৭ মে ২০২২, ০৮:১৯ পূর্বাহ্ন
গতকাল সোমবার ১৪ ফেব্রুয়ারী বিকাল ৫ঃ৪০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আসামী মোঃ আইয়ুব কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন চারপাড়া, গোরাকঘাটা এলাকার মৃত কাছিমের ছেলে।
র্যাব-৭, এর সিনিঃ সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, কক্সবাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মায়ানমার হতে সাগর পথে ইয়াবা ট্যাবলেট আনয়ন করে পরবর্তীতে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এবং ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করার উদ্দেশ্যে মজুদ করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ টু কক্সবাজার সড়কের পশ্চিম পার্শ্বে ফেয়ারী ঘাট ব্রীজের পার্শ্বে অভিযান পরিচালনা করে একজন কে আটক করা হয়। পরে তার সাথে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর হতে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে এবং তার দেয়া তথ্য মতে উক্ত স্থান হতে ২০০ গজ সামনে একটি বাড়িতে মাটির নিচে লুকানো ৫৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সর্বমোট ৭৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০২ কোটি ৩৮ লক্ষ টাকা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ মায়ানমার হতে সাগর পথে ইয়াবা ট্যাবলেট আনয়ন করে পরবর্তীতে তা চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৪ঃ২০পিএম