মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৭:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি এবং ভুজপুর থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২৪৮ বোতল ফেন্সিডিল এবং ১৯৮ বোতল স্কুফ সিরাফ উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গতকাল মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন,চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন মাইজভান্ডার,পশ্চিম পাড়া এলাকার মৃত শামছুল আলমের ছেলে মোঃ মহসিন (৩৪) ও চট্টগ্রামের ভুজপুর থানাধীন হলুদিয়া এলাকার দেলোয়ার হোসেন মজুমদারের ছেলে মোঃ মোক্তার হোসেন (৩৫) এবং একই এলাকার মোঃ শরবত আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩৩)।
র্যাব-৭, এর সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার জানান, গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি এবং ভুজপুর থানাধীন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করা কালে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।।পরে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ২৪৮ বোতল ফেন্সিডিল এবং ১৯৮ বোতল স্কুফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৪৬ হাজার টাকা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘ দিন যাবৎ চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের হতে মাদকদ্রব্য সংগ্রহ করে তা পরবর্তীতে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৫ঃ৩৫পিএম