বুধবার, ১৮ মে ২০২২, ০৬:৩৪ পূর্বাহ্ন
জামালপুরের দেওয়ানঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সেটি ২০১০ সালে ৫০ শয্যায় উন্নীত করা হলেও নেই ৩১ শয্যার লোকবল ও চিকিৎসা সরঞ্জামাদি।
অন্যদিকে, এই হাসপাতালে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও লাজুক। ডাক্তার ও বহিরাগত রোগীদের ব্যবহারের জন্যে ১০টি টয়লেট কমপ্লেেক্স থাকলেও তা অস্বাস্থ্যকর। টয়লেট গুলো দীর্ঘদিন পরিচ্ছন্ন না করায়, ময়লা, আবর্জনা ও শ্যাতশ্যাতে পরিবেশে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। তাতে মশা মাছি পরে ছড়াচ্ছে নানান রোগ জীবাণু
হাসপাতাল সুত্রে জানা যায়,প্রতিদিন এই হাসপাতালে বহিরাগত তিন থেকে চার শতাধিক রোগী চিকিৎসা নিতে আসে।তাদের ব্যাবহারের জন্যে,হাসপাতালে টয়লেটের ব্যবস্থা রয়েছে।সরজমিনে,ঐ টয়লেটগুলো অপরিষ্কার পাওয়া যায়।দেখে মনে হয় দীর্ঘদিন তা পরিষ্কার করা হয়নি। টয়লেটগুলো থেকে মলমুত্রের দুর্গন্ধ বেরিয়ে আসে।এতে নষ্ট হচ্ছে হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ। দীর্ঘদিন এ অনিয়ম চললেও দেখার কেউ নেই।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবিব, বলেন, দুজন পরিচ্ছন্ন কর্মী থাকলেও একজন দীর্ঘদিন থেকে অনুপস্থিত,তাকে কারণ দর্শানো নোটিস পাঠানো হয়। এ কারণে তিন মাস যাবত তার ভেতন বন্ধ আছে।