বিশেষ প্রতিনিধি দুর্গাপুর
- বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি, ২০২২ / ৭৮ জন দেখেছেন
নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প সহায়তা শীর্ষক কর্মসূচি আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৬ষ্ঠ হতে ১০শ্রেণীর ১৫ জন শিক্ষার্থীকে ছয় হাজার টাকা করে এবং ১০জনকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে সংসদ সদস্য মানু মজুমদার প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান এর সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দীন’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন আল আজাদ, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকুঞ্জি,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণসম্পাদক বিভাষ রঞ্জন দাস, দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত (ওসি) মীর মাহবুবুর রহমান, সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, পাভেল চৌধুরী প্রমূখ। এর আগে ২নং দুর্গাপুর ইউনিয়নের চলমান আবাসন প্রকল্প ও বীর নিবাস এর কার্যক্রম পরিদর্শন করেন সংসদ সদস্য মানু মজুমদার।
Related