বুধবার, ১৮ মে ২০২২, ০৬:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হতে ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪।
আজ বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি ভোর ০৫.১০ ঘটিকার সময় অভিযান চালিয়ে রাজশাহী জেলার মোঃ মুসতাকিন (৪৫)কে আটক করা হয়।
র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান চৌধুরী জানান, র্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্য মানের ১০৫ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক হেরোইন সংগ্রহ করে রাজধানীর আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিμেতাদের নিকট বিক্রি করে আসছিলো।
য়াসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্র্ক্রিয়াধীন আছে।
বিএস/কেসিবি/সিটিজি/৭ঃ৪৬পিএম