শুক্রবার, ২৭ মে ২০২২, ০৮:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন নাগরী এলাকা হতে মো. রায়হান কামাল (৩৮) নামে ১ জন ভূয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র্যাব-১।
গতকাল বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২ঃ৪০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাকে আটক অরা হয়। আটককৃত আসামী মো. রায়হান কামাল ভোলা জেলার ভোলা সদর থানাধীন চর জাঙ্গালিয়া, (দরবেশ আলী মিস্ত্রির বাড়ি) এলাকার মৃত আব্দুল মোতালেব এর ছেলে। এ/পি- দাহিন্দী, ভূঁইয়া বাড়ি, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর।
র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন নাগরী ইউনিয়নের রায়েরদিয়া বাজারস্থ “রাইছা ফার্মেসী” নামীয় ঔষধের দোকানে কতিপয় ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ডাক্তার পরিচয়ে ডাক্তারী প্যাড তৈরী করে চেম্বার খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক ভূয়া ডাক্তারকে আটক করা হয়। এসময় আসামীর কাছ থেকে ভূয়া ডাক্তারী কাজে ব্যবহৃত ২ টি থার্মোমিটার, ১ টি Blood Glucose Meter, ১ টি স্টেথোস্কোপ, ১ টি Medical Percussion Hammer, ২ টি Surgical Scissor, ১ টি Forceps, ০১ টি Sphygmomanometer (রক্তচাপ মাপার যন্ত্র), ১ টি প্যাড, ২ টি সীল, ১ টি এনআইডি কার্ড, ২ টি মোবাইল ফোন এবং ৩ টি সীম কার্ড উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ভূয়া ডাক্তার সেজে নিরীহ রোগীদের বিভিন্ন জটিল রোগের ভূয়া চিকিৎসা প্রদান করে তাদের নিকট হতে ডাক্তারী ভিজিট বাবদ প্রতারনামূলকভাবে অবৈধ অর্থ আত্মসাৎ করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৯ঃ৩০পিএম