টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর), এর অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন এর দিক নির্দেশনায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ৫.০২ গ্রাম হেরোইন উদ্ধার সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য = ৫২,০০০/- টাকা। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি ২০২২খ্রি.) তারিখে কালিহাতি উপজেলার দশকিয়া এলাকা থেকে এঅভিযান পরিচালনা করা হয়।
এসআই রিপন কুমার দাস এর নের্তৃত্বে এই অভিযানে অংশ নেন এসআই, মোঃ মনির হোসেন, এএসআই আব্দুল মজিদ, কনস্টেবল নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ-২ ও মোঃ এমদাদুল হক।