মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে-
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স সম্মুখস্থ শহীদ মিনারে নির্মাণ কাজ চলমান থাকায় এবার চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে ভাষা শহীদদের উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।
রাত ১২ টা ১ মিনিটে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
এবার প্রতিটি সংগঠনের পক্ষ হতে সর্বোচ্চ ৫ জন ও ব্যক্তিপর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ ২ জন পুষ্পস্তবক অর্পণ করবেন।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনসমূহে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আলােচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার মােঃ আশরাফ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মােঃ আনােয়ার হােসেন, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম সালেহ মােহাম্মদ তানভীর, পিপিএম, পুলিশ কমিশনার, সিএমপি; এস এম রশিদুল হক, পিপিএম (সেবা), পুলিশ সুপার, চট্টগ্রাম; বীর মুক্তিযােদ্ধা মােজাফফর আহমদ, মহানগর ইউনিট কমান্ডার, বাংলাদেশ মুক্তিযােদ্ধা সংসদ, চট্টগ্রাম এবং এ কে এম সরােয়ার কামাল, ভারপ্রাপ্ত কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড ।
বিএস/কেসিবি/সিটিজি/৮ঃ৪৫পিএম