মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:৫১ পূর্বাহ্ন
নিজ স্বার্থসিদ্ধি হাসিলে দেশীয় অস্ত্র দিয়ে বন্ধুদের ফাঁসাতে গিয়ে র্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে নিজেই ফেঁসে গেল। চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানাধীন বোয়ালখালী পৌরসভার বোয়ালখালী টু চট্টগাম পাকা সড়কে অভিযান চালিয়ে মোঃ তারেকুল ইসলাম (৩১) নামে একজন কে আট করেছে র্যাব-৭।
গত ১৮ ফেব্রুয়ারী রাত ১১ঃ৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আসামী মোঃ তারেকুল ইসলাম চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানাধীন ঘোষখিল এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে।
র্যাব-৭, এর সিনিঃ সহকারী পরিচালক মোঃ নুরল আবছার জানান, গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানাধীন বোয়ালখালী পৌরসভার বোয়ালখালী টু চট্টগাম পাকা সড়কে একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে মোঃ তারেকুল ইসলামকে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি প্লাস্টিক ব্যাগের ভিতর হতে ৫ টি চাকু এবং ১ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে তার একই থানা এলাকার পরিচিত বন্ধু সিএনজি ড্রাইভার তৈয়ব এবং চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার বন্ধু রিয়াজ‘দ্বয়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে তাদের‘কে বিভিন্ন ভাবে ফাঁসানোর চেষ্টা করে আসছিল। এরই ধারাবাহিকতায় তাদেরকে অস্ত্র মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে জব্দকৃত অস্ত্র সমূহ গত কয়েকদিন আগে নিজে তৈরী করেছিল এবং উক্ত অস্ত্র দিয়ে তাদের ফাঁসানোর উদ্দেশ্যে তার বন্ধু সিএনজি ড্রাইভার তৈয়বকে মোবাইল ফোনে কল করে তার সিএনজি নিয়ে চট্টগ্রাম শহরে এসে তার পরিচিত বন্ধু রিয়াজকে সংগে নিয়ে পুনরায় বোয়ালখালী যায়। সেখানে গিয়ে তাদের দুজনকে সে ১টি হোটেলে নাস্তা করার জন্য পাঠিয়ে দিয়ে তাদের অনুপস্থিতিতে সে বন্ধু তৈয়বের সিএনজিতে জব্দকৃত অস্ত্র সমূহ রেখে তাদের মোবাইলে কল করে সিএনজিতে আসতে বলে এবং তাদেরকে নিয়ে চট্টগ্রাম শহরে যাবে বলে সিএনজিতে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওয়ানা করে।
গ্রেফতারকৃত আসামীকে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন এই র্যাব কর্মকর্তা।
বিএস/কেসিবি/সিটিজি/৬ঃ১০পিএম