শুক্রবার, ২৭ মে ২০২২, ০৯:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয় করায় হাজী কাচ্চি ঘরকে ১ লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
আজ রোববার ২০ ফেব্রুয়ারি নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে নগরীর আগ্রাবাদস্থ মৌলভীপাড়া ও এক্সেস রোডে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করে বিরিয়াণী প্রস্তুত, বিক্রয় ও কারখানার কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকায় মৌলভীপাড়াস্থ হাজী কাচ্চি ঘর বিরিয়াণী কারখানাকে ১ লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে এক্সেস রোডে নির্দেশনা মোতাবেক সাইনবোর্ড বাংলায় না লেখায় পারটেক্স ফার্ণিচারকে ৩ হাজার টাকা, আকতার ফার্ণিচারকে ২ হাজার টাকা, হেভেন ফার্ণিচার মার্টকে ২ হাজার টাকা, ব্রাদার্স ফার্ণিচারকে ৫হাজার টাকা, রয়েল এ্যলুমিনিয়াম ফার্নিচারকে ২ হাজার টাকা ও ভিআইপি ডোরস এন্ড ফার্ণিচারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
বিএস/কেসিবি/সিটিজি/১০ঃ৩০পিএম