শনিবার, ২১ মে ২০২২, ০২:১৫ পূর্বাহ্ন
স্বরূপকাঠি ঊপজেলা সংবাদদাতাঃ
শিক্ষিত বেকার যুবকদের জন্য অনুপ্রেরনার উৎস হতে পারে “আদর্শ নার্সারি”ব্যবসায়ী জাহিদ হোসেন। বাবার দেয়া নার্সারি ব্যবসার হাল ধরে ব্যবসাকে আজ অনেকদুর নিয়ে গেছেন।আজ এক নামে সকলেই চেনে জানে অলংকারকাঠির আদর্শ নার্সারি এখন সবার সেরা নার্সারি।জাহিদ আরো জানান, আমি চিন্তা করলাম পড়াশুনা শেষ করে অন্যের অধিনে চাকরি না করে বা চাকরির পিছনের না ছুটে নিজেকে একজন উদ্যোক্তা হিসাবে গড়ে তুলবো।আলহামদুল্লিাহ সেটা আমি হতে পেরেছি। আজ আমার নার্সারিতে বিশ থেকে পঁচিশ জন লোকের কর্মসংস্থানের সুয়োগ করে দিতে পেরেছি।
জাহিদ আরো বলেন, যারা শিক্ষিত যুবক আছেন তাদের কে বলবো চাকরি পেলে করবেন ভালো কথা কিন্তু এখন ঘরে বসে না থেকে আমার নার্সারিতে এসে ঘুরে দেখে যান আমি কিভাবে কি করছি আশাকরি আপনারা উপকৃত হবেন।আমার বাবা ৪৫বছর ধরে এই নার্সারি ব্যবসা করে যাচ্ছে।আমি ১৫বছর ধরে বাবার ব্যবসাকে আরো প্রসারিত করে যাচ্ছি।আমরা ২০০২ সালে জাতীয় পুরস্কার পেয়েছি ।এছাড়াও ৬০ থেকে ৭০টি বিভাগী ও স্থানীয় পর্যায়ের কৃষি মেলায় অংশ গ্রহন করে অনেক পুরস্কার পেয়েছি ।আমাদের বাগানে প্রায় ২শ প্রজাতির ফল ও ফলের চারা রয়েছে এবং বেশ কিছু বিদেশি ফলের চারা আছে।
জাহিদ আরো জানান,নার্সারি ব্যবসার জন্য স্বরূপকাঠির মাটি ও আবহাওয়া অনুকূল পরিবেশ থাকায় সর্বত্রই অনেক নার্সারি গড়ে উঠছে।এখানে যতদুর চোখ পড়ে কেবলই ফুলগাছের বাগান ডালিয়া, গাঁদা, বেলি, গোলাপ, রজনীগন্ধা, টিউলিপ, অ্যাস্টার গোলাপ, কলাবতী,জুঁই, জিনিয়া, চন্দ্রমলি¬কা, পদ্ম, কারনেশন, কসমস, প্যানজি, সূর্যমুখী, সহ রয়েছে দেশি বিদেশী শতাধিক ফুল ও নানা প্রজাতির গাছের চারা।এখনে প্রতিদিন বিভিন্ন জেলা উপজেলা থেকে দর্শনার্থীরা আসেন। এছাড়াও বিভিন্ন অফিসের কর্মকর্তাগন অবসর টাইমে ছুটে আসছেন এখানকার সৌন্দর্য উপভোগ করতে সারি-সারি লাল, হলুদ, কমলা আর সাদা রঙের ফুলের সমাহার দেখতে।
সরকার যদি আমাদের এই ব্যবসায় ব্যংক বা এনজিওর মাধ্যমে ক্ষুদ্র ঋণের পরিবর্তে অল্প সুদে বৃহৎ লোনের ব্যবস্থা করতেন তাহলে শিক্ষিত বেকার যুবকরা এই কৃষি বা নার্সরি ব্যবসায় এগিয়ে আসতো।
এ ব্যাপারে নেছারাবাদ উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ বলেন, “আদর্শ নার্সারি” স্বরূপকাঠিতে নার্সারি জগতে রোলমডেল ।আমি মনেকরি শিক্ষিত ছেলে মেয়েদের এই ব্যবসায় আসা উচিৎ তাতে নিজেও স্বাবলম্বী হতে পারবে এবং নতুন নতুন কর্ম সংস্থানের সৃষ্টি হবে। আমি এই নার্সারির আরো সাফল্য কামনা বরছি।
বিএস/কেসিবি/সিটিজি/৭ঃ৩০পিএম