মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
- মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি, ২০২২ / ৩৫ জন দেখেছেন
সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে মধুখালী উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকুর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ,জাতীয় পার্টি, বিএনপি, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল কলেজ, আওয়ামীলীগ ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মধুখালী প্রেসক্লাব, মধুখালী পাবলিক লাইব্রেরী, মধুখালী বাজার বনিক সমবায় সমিতি লিঃ এবং বিভিন্ন ক্লাব ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রায় ৫১টি সংগঠন।
সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে বিভিন্ন স্কুল কলেজের মাদরাসার শিক্ষক , ছাত্র-ছাত্রী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা শহীদ বেদী চত্বর থেকে বিশাল প্রভাত ফেরি বের করা হয়। শহীদ বেদী থেকে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট মধুবন এলাকা প্রদক্ষিণ করে শহীদ বেদীতে শেষ হয়।
প্রভাত ফেরি পরবর্তী মধুখালী কেন্দীয় শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্ততব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। মধুখালী সরকারী আইনউদ্দিন কলেজের সহকারী অধ্যাপক বাশার সারোয়া ও মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদৃুল মনসুর ফরিদ প্রমুখ।
বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
Related