মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি
- মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি, ২০২২ / ৮৭ জন দেখেছেন
ঢাকার ধামরাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহর থেকে নানা আয়োজনে সারাদিন ব্যাপি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২১ ফেব্রুয়ারী ঢাকা বিভাগীয় কার্যালয় ধামরাই উপজেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠানে , ধামরাই উপজেলা নির্বাহি অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা (২০) এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি। এবং উপজেলার কুশুরা নবযুগ ডিগ্রি কলেজ। কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়। ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড ডিগ্রি কলেজ। ও ১৬ টি ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন স্থানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। এবং মুক্তি যোদ্ধাদের সম্মানে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা কেবিন ও মুক্তি যোদ্ধা কর্ণার উদ্বোধন করা হয়।এছাড়াও উপজেলা চত্বরে ১৯৫২ সালে মাতৃভাষা আন্দোলনে সংগ্রামী শহীদ ভাষা সৈনিকদের ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের নেতৃবৃন্দ সহ অনেকে।
বিভিন্ন স্থানে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ হিসেবে সুতিপাড়া ইউনিয়ন পরিষদের দক্ষিণ বাথুলী যুবসংঘের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পুরস্কার বিতরণ করেন সুতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও সুতিপাড়া ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ সেলিম হোসেন। এবং সুতিপাড়া ইউনিয়নের কালামপুর ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড ডিগ্রি কলেজ মাঠ। ও বারো পাইকা যুবসংঘের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ধামরাই উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রবিউল করিম।
এছাড়াও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব এর আয়োজনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় তোবারক বিতরণ করা হয়। এবং সোমভাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আজাহার আলীর আয়োজন শহীদদের আত্মার মাগফেরাত কামনায় তোবারক বিতরণ করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাখাওত হোসেন সাকু, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ, ধামরাই থানার অফিসার ইনর্চাজ মোঃ আতিকুর রহমান, সানোরা ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মাঃ মোঃ রেজাউল করিম,ধামরাই আওয়ামী যুবলীগের সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজ সহ প্রমুখ।
Related