গজারিয়া প্রতিনিধি
- মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি, ২০২২ / ৪৪ জন দেখেছেন
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলাআয়োজন করেন চরবাউশিয়া বড়কান্দি ক্রীড়া সংঘ। গজারিয়া উপজেলায় বাউশিয়া ইউনিয়নে চরবাউশিয়া গ্রামের খেলার মাঠে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা আয়োজন করেন চরবাউশিয়া বড়কান্দি ক্রীড়া সংঘ। খেলায় অংশগ্রহণ করেন চর বাউশিয়া বড়কান্দি গ্রামের লাল ও সবুজ দুইটি ক্রিকেট দল,। উক্ত খেলায় সভাপতিত্ব করেন মিন্টু বেপারী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়নের মাটি ও মানুষের নেতা জনবান্ধব ও সুযোগ্য চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান ।খেলাটি সঞ্চালনায় করেন সাদ্দাম হোসেন।খেলায় শুরুতে কোরআন দেলোয়াত করেন। পরে জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা অর্ধনিমিত উত্তোলন করেন মিজানুর রহমান চেয়ারম্যান।মিজানুর রহমান চেয়ারম্যান বলেন যুব সমাজ যাতে মাদকাসক্ত হতে না পারে সেজন্যে প্রত্যকদিন খেলাধুলা করতে হবে,খেলাধুলা করলে শরীর ও মন ভাল থাকে।
বিশেষ অতিথি দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আউয়াল, সিরাজুল ইসলাম, মিসেস মলি, আঃসাত্তার শাহিন ব্যাপারী, সোহেল শাহড়িয়া,বিল্লাল হোসেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Related